Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩০

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৯:৫৬ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৩০ জন

উপজেলার চতুল চিতাঘাটা নামক স্থানে সোমবার বেলা ১১টার দিকে দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাঁশের বারাশিয়া নদীতে পড়ে যায়। এসময় বাসটি পানির নীচে তলিয়ে গেলে বাসের ভেতর আটকা পড়ে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের দেলোয়ারের ছেলে তরিকুল (২৫) মারা যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস থানা পুলিশ স্থানীয় জনতার সাহায্যে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

চন্দ্রনাথ নামক লোকাল পরিবহণের বাসটি আলফাডাঙ্গা থেকে ছেড়ে ফরিদপুর যাচ্ছিল।

বাসযাত্রী আবুল খায়ের গ্রুপের সহকারী বিপণন কর্মকর্তা আবু সিদ্দিক জানান, বাসটি খুবই দ্রুত গতিতে চলছিল। হঠাৎ রাস্তার একটি গর্তের মধ্যে পড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁশের নদীতে পড়ে যায়।

বোয়ালমারী থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজে অংশ নেয়। বাসটি এখনো উদ্ধার করা যায়নি।

Bootstrap Image Preview