Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

র‍্যাগ ডে উদযাপন করলেন ইউআইইউ'র শিক্ষার্থীরা

ইউআইইউ প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৫:৪১ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৫:৪১ PM

bdmorning Image Preview


ইউনাটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)র গত সেমিস্টারে গ্রাজুয়েশন করা এবং ব্যাচ ১৪ এর শিক্ষার্থীরা র‍্যাগ ডে উদযাপন করেছেন। ঘোড়ার গাড়ী এবং ব্যান্ড পার্টির সাথে র‍্যালি বের করেন তারা।

ডিরেক্টর অব স্টুডেন্ট এ্যাফেয়ার্সের উদ্যোগে ২৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় ইউআইইউ'র প্রো-ভিসি প্রফেসর হাসনান আহমেদ বেলুন উত্তোলন এবং পায়রা মুক্তির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এরপর পার্মানেন্ট ক্যাম্পাস থেকে ঘোড়ার গাড়ি এবং ব্যান্ড পার্টির র‍্যালি করে নতুন বাজার পর্যন্ত যায় এবং ক্যাম্পাসে ফিরে আসে।

এ দিকে মাল্টিপারপাস হলে মূল অনুষ্ঠান শুরু হয় দুপুর ১২ টায়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ইউআইইউ স্টুডেন্টস এ্যাফেয়ার্সের ডিরেক্টর মঞ্জুরুল হক খান। এরপর ইউনিভার্সিটির ভিসি প্রফেসর চৌধুরী মফিজুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তড়িৎ প্রকৌশন বিভাগের শিক্ষার্থী নিশাত নাসমিল স্নেহা, আলভি ইসলাম এবং রোদেলা।

অনুষ্ঠানের মূল আয়োজনে ছিল তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মারুফ তারেকসহ নাজমি শর্মিল সুস্মিতা, কাজী তাসনিম হোসাইন প্রান্ত, সুভাংকা দাশ, ইতিকা ইতু, বীণা, মাহবুব, ধনঞ্জয়, শিপু, টিপু, ছাব্বির, আনিকা, ইনাস আহমেদ প্রমুখ।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে ছিল তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী প্রিতম রয়। এছাড়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গেমস শোতে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে শেষ পর্যায়ে বক্তব্য রাখেন তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান ইকবাল বাহার চৌধুরী।

Bootstrap Image Preview