Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'কোরিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে'

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৪:৫০ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৪:৫০ PM

bdmorning Image Preview


দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের শিক্ষা, শিল্প ও বাণিজ্য, গবেষণা, আইটি, বিনিয়োগ ও পর্যটন, কৃষি, সাংস্কৃতিক বিনিময়সহ সর্ব ক্ষেত্রে পারস্পারিক সম্পর্ক আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে দেশটিতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। ৩০ সেপ্টেম্বর, রবিবার ‘বাংলাদেশের উন্নয়নে দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্ভাব্য ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষার্থীরা এই আহ্বান জানান।

আলোচনা সভায় দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠান আয়োজনে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশী স্টুডেন্টস এসোসিয়েশন ইন কোরিয়া (বিএসএকে)’ দূতাবাসকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার সূচনা বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। এ সময় তিনি দেশের উন্নয়নের জন্য বিদেশি শিক্ষায় শিক্ষিতদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

শিক্ষার্থীরা শিল্প ও বাণিজ্য, গবেষণা, আইটি গবেষণা, শিক্ষা, বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ ও পর্যটন, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যকার সাংস্কৃতিক পার্থক্য, কৃষি, জীববিজ্ঞান সংক্রান্ত গবেষণা ও নারীদের ভূমিকা ইত্যাদি বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

তাদের বক্তব্যে বাংলাদেশ এবং কোরিয়ার শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, গবেষণা, উন্নয়ন ইত্যাদি বিষয় উঠে আসে। তারা শিক্ষা ক্ষেত্রে কোরিয়ার সাথে আরো নিবিড়তর সম্পর্ক স্থাপনের পরামর্শ দেন।

এছাড়া বক্তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন। এরপর শিক্ষার্থীরা আলোচ্য বিষয়ের উপর তাদের মতামত এবং প্রশ্ন তুলে ধরেন ।

রাষ্ট্রদূত তার সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের মতামত গুরুত্বের সাথে বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

সবশেষে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Bootstrap Image Preview