Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়াসায় দুদকের অভিযান: ব্যাপক অনিয়ম দুর্নীতি উদঘাটন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৪:০৭ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৪:০৭ PM

bdmorning Image Preview


দুর্নীতি দমন কমিশনের অভিযোগ কেন্দ্রে হয়রানি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে আজ ঢাকা ওয়াসার মডসজোন-৬ এর ফকিরাপুল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম। দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে পুলিশসহছয় সদস্যের টিম এই অভিযানে অংশগ্রহণ করে।

দুদকের জনসংযোগ দপ্তরথেকে পাঠানো আক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরেজমিনে পরিদর্শনে দুদক টিম যেসব অনিয়ম উঘাটন করে তার মধ্যে রয়েছে: পানির বিতরণ এলাকাভেদে সমান হারে সরবরাহ করা হচ্ছে না। ওয়াসার পাম্প অপারেটরগণ উৎকোচের বিনিময়ে পানি সরবরাহে কারসাজি। এছাড়া অফিসে কোন ধরনের সটিজেন চার্টার নেই ও একটি হেল্পডেস্ক থাকলেও সেটির রেজিস্টার পরীক্ষা করে দেখাযায়, ৪-৫ মাস আগে গৃহীত অভিযোগের অধিকাংশেরই সুরাহা করার জন্য কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নি।

মডস জোন-৬ এর রাজস্ব অফিসে দৈবচয়ন ভিত্তিতে কতিপয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিল পরীক্ষা করে ধরা পড়ে গুরুতর অনিয়ম।

বিল পর্যালোচনা করে দেখা যায়, কোন কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাস ওয়ারী বিলের মধ্যে রয়েছে বিশাল পার্থক্য এবং বৃহৎ ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের বিলের ব্যবধানের মধ্যে কোন সামঞ্জস্য নেই। এসব অনিয়মের ব্যপারে দুদক টিম উপস্থিত রেভিনিউ ইন্সপেক্টরদের সাথে কথা বলে অভিযোগের বিষয়ে সত্যতা পান।

রেভিনিউ ইন্সপেক্টরগণ নিয়মিত মিটার পরীক্ষা না করেই তাদের খেয়াল খুশি মতো বিল করে থাকেন। এতে করে সরকার যেমন বিরাট অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি গ্রাহকগণ প্রতিনয়ত ভূতুরে বিলের শিকার হচ্ছেন।

দুদক টিমের অভিযোগের পর দপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ উপস্থিত রাজস্ব কর্মকর্তারা এসব অনিয়ম দুর্নীতি স্বীকার করেন, তবে এ অবস্থা অব্যাহত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে দুদক থেকে স্পষ্টভাবে জানানো হয়।

এ প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, 'ঢাকা ওয়াসায় সুশাসনের ব্যাপক ঘাটতি রয়েছে। নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এসব অনিয়মের অবসান ঘটাতে হবে। তবে জনস্বার্থে দুদক অভিযান অব্যাহত রাখবে'

Bootstrap Image Preview