Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবির নতুন ছাত্র উপদেষ্টা হলেন লায়লা আরজুমান বানু

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৩:০৭ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ণ বিভাগের অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।

আজ সোমবার বেলা সাড়ে ১২টায় তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তাঁকে এ পদে নিয়োগদেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. লুৎফর রহমান, সহকারি প্রক্টর মো. শিবলী ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, বাংলা বিভাগের অধ্যাপক ড.সরকার সুজিত কুমার প্রমুখ।

এসময় নতুন ছাত্র উপদেষ্টা লায়লা আনজুমান বানু বলেন, ছাত্র উপদেষ্টা দপ্তর একটি গুরুত্বপূর্ণ দপ্তর। আমি আজ এই চেয়ারে বসলাম। আমি সকলের দোয়া চাই, সকলের সহযোগিতা চাই, আমি যেন এই পদকে সমুুজ্জ¦ল রাখতে পারি। দেশের জন্য, জাতির জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য আমি যেন সবসময় সফলতার সাথে দক্ষতার সাথে আমার দায়িত্ব সুচারুভাবে পালন করে যেতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।

Bootstrap Image Preview