Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

না ফেরার দেশে চাড়োল স্কুলের শিক্ষিকা নিরুপমা রায়

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি 
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০১:৪২ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরুপমা রায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (দহেয়ং সর্ব গাত্রানি, দিব্যান লোকান গচ্ছতু)

দীর্ঘ ০১ বছরের বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর তিনি আজ সোমবার (০১ অক্টোবর) রাত .০০ টার সময় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন চাড়োল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম।

তিনি আরও বলেন, ওই বিদ্যালয়ে তিনি সহকারী শিক্ষক (বায়োলজি) পদে কর্মরত ছিলেন। গত ২০১৭ সালের ০১ সেপ্টেম্বর তার ক্যান্সার রোগ ধরা পড়ে। মৃত্যুকালে স্বামী, ০১ মেয়ে কন্যা সন্তানসহ অসংখ্যা গুনাগ্রহী রেখে গেছেন তিনি।

'তার মৃত্যুতে গভীর শোক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় কলেজের প্রভাষক আজহারুল ইসলাম তার ফেসবুক ওয়ালে লেখেছেন--চাড়োল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিরুপমা রায় আর আমাদের মাঝে নাই। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগ নিয়ে জীবন চালাচ্ছিলেন। অবশেষে আজ রাত আনুমানিক .০০টার দিকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি আমার একজন সহপাটি ছিলেন। ২০১৫সালের এই আজকের দিনে উনার সাথে ঢাকা ব্যানবেইজ অফিসের কম্পিউটার ল্যাবে উনার সাথে আমার ব্যক্তিগত ভাবে পরিচয় হয়। এরপর একই সাথে দীর্ঘ দিন বালিয়াডাঙ্গী ইউআইটিআরসিই কম্পিউটার ল্যাবে একই সাথে উপজেলায় টট্ হিসেবে কর্মরত ছিলাম। তিনি আমার খুব ভালোলাগার ব্যক্তি ছিলেন।

উনার বাসায় উনাকে আজ দেখতে গেলাম। উনাকে একপাশে শুয়ে রাখা আরেক পাশে উনার রেখে যাওয়া একটি মাত্র মেয়ে কেদেঁ যাচ্ছে। আকুলতার সাথে বলছে "আমি কেমনে থাকবো? আমাকে কে আদর করবে? আমি আর থাকতে পারবো না। ভগবান ভালো না। উনি আমার মাকে নিয়ে গেল কেন?"

আজ সোমবার দুপুর ১২.০০দিকে ঠাকুরগাঁও সেনুয়া ব্রীজের শশানে উনার মরদেহ দাহ করা হয়েছে আপনাদের কাছে উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সকলে উনার জন্য দোয়া করবেন।'

এছাড়াও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি আল মামুন জীবনসহ অনেকেই।

Bootstrap Image Preview