Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সেতু ভেঙ্গে নছিমন খালে, নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১১:১১ AM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১১:১১ AM

bdmorning Image Preview


বাগেরহাটে সেতু ভেঙ্গে নছিমন খালে পড়ে নপেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল বিকেলে বাগেরহাট সদর উপজেলার দেপাড়ার সাজখালী সেতু ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নৃপেনের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া গ্রামে। আহত বাপ্পি ও শহিদুল বাগেরহাটের কচুয়া উপজেলার ছিটাবাড়ি গ্রামের শেখ আ. রহিম ছেলে।

স্থানীয়রা জানান, নৃপেন বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি থেকে নারকেল ক্রয় করে নছিমনে করে কচুয়া নিয়ে যাচ্ছিলেন। পথে দেপাড়ার সাজোখালী সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেতুটির এক-তৃতীয়াংশ ভেঙ্গে যায়। এতে নৃপেন খালের মধ্যে পরে যান। পরে এলাকাবাসী তল্লাশি চালিয়ে খাল থেকে তার মরদেহ উদ্ধার করে। আহতাবস্থায় উদ্ধার করা হয় বাপ্পি ও শহিদুল নামের দুই ভাইকে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, জরাজীর্ণ দুর্বল সেতুটিতে নারকেল বোঝাই নছিমন নিয়ে ওঠলে সেতুটির একটি অংশ ভেঙে খালে পরে যায়। এতে নৃপেন নামে একজন মারা যান এবং দুজন আহত হন। আহতরা স্থানীয় চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছেন।

Bootstrap Image Preview