Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জনগণের সম্মিলিত উদ্যোগে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূল করা সম্ভবঃ উপাচার্য

হাসান নিয়াজ, ক্যাম্পাস প্রতিনিধি 
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ১০:৪০ AM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ১০:৪০ AM

bdmorning Image Preview


"জলাতঙ্ক: অপরকে জানান, জীবন বাঁচান" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ২টায় লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেল্থ বিভাগের উদ্যোগে দক্ষিণ সুরমার রাগীব নগরস্থ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের গ্যালারী-১ এ বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৮ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশেষভাবে মাঠ পর্যায়ের কর্মীদের জনসাধারণের নিকট জলাতঙ্ক সমন্ধে সতর্কতাসহ বিস্তারিত অবহিত করা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিতে হবে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন এনজিও, ও জনগণের সম্মিলিত উদ্যোগে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূল করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, কুকুর কামড়ালে কোন ঝাড়ফুঁক না দিয়ে সরাসরি যে কোনো হাসপাতাল বা চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক। নতুবা সঠিক চিকিৎসার অভাবে রোগীর মৃত্যুও ঘটতে পারে।

তিনি আরও বলেন, জলাতঙ্গ একটি মরণব্যাধি, এ রোগে মৃত্যুর হার শতভাগ। জলাতঙ্ক মূলত কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়াও বিড়াল, শিয়াল, বেজী, বানরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির কর্মকৌশলগুলোর মধ্যে রয়েছে অবহিতকরণ ও জনসম্পৃক্ততা বৃদ্ধি, প্রাণীর কামড়ের আধুনিক চিকিৎসা, ব্যাপক হারে কুকুরের টিকা দান, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ এবং জলাতঙ্ক রোগী ও প্রাণীর কামড়ের সার্ভিলেন্স জোরদারকরণ বলে তিনি উল্লেখ করেন।

লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেল্থ বিভাগের শিক্ষক ডা. সাবরিনা ফরিদা চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেল্থ বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) কেএমএ শফিক।

আলোচনা সভায় লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, পাবলিক হেল্থ ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview