Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিল ঢাকা কলেজ সাংবাদিক সমিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৮ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৮ PM

bdmorning Image Preview


দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঢাকা কলেজে দিনব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে এ কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

আজ রবিবার ঢাকা কলেজের ১০ নম্বর গ্যালারীতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লা।

সমিতির সভাপতি তবিবুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সকাল ১০টায় কর্মশালা শুরু হয়। কর্মশালা চলে বিকেল ৫টা পর্যন্ত।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হাসিব বিল্লাহর সঞ্চালনায় এতে দেশী-বিদেশী গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজকালের বার্তা সম্পাদক সরদার ফরিদ আহমেদ, মাছরাঙা টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজীব সাদিক, সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক এহসান জুয়েল, দ্যা ডেইলি স্টারের সাব-এডিটর সুমাইয়া জামান ও আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এশিয়া টিমের সদস্য ফিল্যান্সার এন্ড ফাইন্ডার রিপোর্টার এএসএম সুজা উদ্দিন

কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ নেহাল আহমেদ, ঢাকা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আরা, শিক্ষক আনোয়ার হোসেন ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি জাকারিয়া মাহমুদ। এসময় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview