Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট পরিদর্শন

ফায়জুন সিতু , গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৬ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৬ PM

bdmorning Image Preview


সাভারের গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা ঢাকা জেলা জজ কোর্ট ও ঢাকা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করেছে।

রবিবার সকাল ৯টায় তারা কোর্টে গিয়ে পৌঁছায়।

এ সময় তারা বেশ কিছু এজলাস ঘুরে ঘুরে বিচার প্রক্রিয়া দেখে। যার ফলে তাদের আইন পেশায় আসার স্বপ্ন আর রঙ্গিন হবে।

আইন বিভাগ ১১তম ব্যাচের শিক্ষার্থী এনায়েতউল্লাহ কৌশিক বলেন, এটা আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের দিন। বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় শেষ পথে আমরা, আর কিছু দিনের মধ্যে আমরা ক্যাম্পাস থেকে চলে যাবো। তবে এ রকম অভিজ্ঞতা আমাদের আগে দরকার ছিল।

আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলম জানান, কোর্ট পরিদর্শনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে আইন পেশার বাস্তবিক একটা ধারণা জন্মাবে, যা তাদের কে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সামনের দিনগুলাতে আরও অনেক সহায়তা করবে।

এ সময় আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থীসহ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলম, প্রভাষক মাহবুবুর রহমান ও সহকারী প্রভাষক সোহরাব হোসাইন উপস্হিত ছিলেন।

Bootstrap Image Preview