Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাভাবিপ্রবিতে শিক্ষক সমিতির বার্ষিক সাধারন সভা

মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩২ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩২ PM

bdmorning Image Preview


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫ টা ৩০ মিনিটে বিশ্বদ্যিালয়ের ২য় একাডেমিক ভবনের শিক্ষক লাউজ্ঞে ২০১৭-১৮ মেয়াদের কমিটির দায়িত্ব হস্তান্তর এবং ২০১৮-১৯ মেয়াদের কমিটির দায়িত্ব গ্রহণ এ সভায় অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক ড. মোঃ ইকবাল মাহমুদ শিক্ষক সমিতির পূর্বের তথ্য বর্তমান সাধারন সম্পাদক ড. পিনাকী দের হাতে তুলে দেন এবং সাবেক কোষাধ্যক্ষ ড. ধনেশ^র চন্দ্র সরকার তার সকল হিসাব বর্তমান কোষাধ্যক্ষ ড. মোঃ মাসুদার রহমানের হাতে তুলে দেন।

শিক্ষক সমিতির সাবেক ও নব-নির্বাচিত সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন বলেন, শিক্ষক সমিতি দীর্ঘ সময় পর গত এক বছর যাবৎ গতিশীল হয়েছে। আমরা শিক্ষক সমিতির সকল সদস্য এ গতিকে ত্বরান্বিত করতে চাই। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলউদ্দিন বলেন, শিক্ষক সমিতি ইতি পূর্বেও বিশ^বিদ্যালয় প্রসাশনকে পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করেছে, আশা করব ভবিষ্যতেও নব-নির্বাচিত কমিটি একই ভাবে সহযোগিতা করবে। বক্তব্য শেষে নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং সাবেক কমিটির জন্য শুভকামনা জানান।

এ সময় শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি ড. মীর মোজাম্মেল হক, সাধারন সম্পাদক ড. পিনাকী দে, কোষাধ্যক্ষ ড. মোঃ মাসুদার রহমান, যুগ্ম-সম্পাদক পদে মোঃ নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক ড. মোঃ খাইরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত সাহা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মোঃ নুরুল ইসলাম, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক রুখসানা সিদ্দীকা, নির্বাহী সদস্য ১ম মোঃ সাহেদ মাহমুদ, ২য় মোঃ আশরাফুল আলম, ৩য় ড. মোঃ আবু রাশেদ, ৪র্থ সুমনা শারমিন, ৫ম মোঃ আরঙ্গজেব আকন্দ, ৬ষ্ঠ মোঃ মূর্তজা রেজা লিংকনসহ সকল বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview