Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে রিংপাট ব্যবসায়ীদের দখলে শিশু পার্ক

এফ এম আবু ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৩ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগর উপজেলা কাম্পাসে অবস্থিত একমাত্র শিশুপার্ক বেশ কিছুদিন ধরে স্যানিটেশন রিংপাট ব্যবসায়ীদের দখলে রয়েছে। ফলে কর্মকর্তা-কর্মচারীদের ছেলে মেয়েরা ও বাহিরে থেকে আসা কমলমতি শিশু-কিশোররা খেলাধুলাসহ বিনোদনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

জানা যায়, ১৯৮৫ সালে উপজেলা পরিষদ প্রবর্তনের সাথে পর্যায়ক্রমে সারাদেশের মত ৮৬ সালে রাণীনগর উপজেলা সদরে বালুভরা মৌজায় ১১.৬৮ একর জমির উপর প্রশাসনিক দপ্তর, আবাসিক ভবন, মসজিদ ও শিশুদের চিত্রবিনোদনের জন্য পার্কসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়। সময়ের বিবর্তনে ভবনগুলো কয়েক দফা সংস্কার মেরামত ও সৌন্দর্য বর্ধণের কাজ করা হলেও শিশু পার্কটির উপরে উপজেলা প্রশাসনের ব্যক্তিদের তিন দশক ধরে কোন সু-নজর না পড়ায় এ নিয়ে যেন কারও মাথা ব্যথা নেই।

দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় শিশুদের বিনোদনের একমাত্র পার্কটি দিনদিন তার সৌন্দর্য হারাতে বসেছে। তার উপর আবার মরার খাড়া হিসেবে দাঁড়িয়েছে রিংপাট ব্যবসায়ীদের দখল। ফলে উম্মুক্ত বিনোদন থেকে এখানকার শিশুরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে। ইতিমধ্যেই শিশুদের যতটুকু খেলনা সামগ্রী পার্কে ছিল তার মধ্যে থেকে আবার রাতের অন্ধকারে স্লিপারসহ বেশকিছু খেলার সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। এ যেন দেখার কেউ নেই। অথচ পার্কের পাশে অবস্থিত অফিসার্স ক্লাবটি সবসময় ঝকঝকে তকতকে থাকলেও পার্কটি সৌন্দর্য বর্ধণে উপজেলা প্রশাসনের কোন নজর নেই।

এ ব্যাপারে স্যানিটেশন রিংপাট তৈরির সাথে জরিত আত্রাই উপজেলা থেকে আসা ইয়ারুল ইসলাম জানান, আমরা স্যারের নির্দেশে এই পার্কের মধ্যে রিংপাট তৈরি করছি। কোন স্যারের অনুমতিতে কাজ করছে তা জানতে চাইলে, নাম বলতেও তিনি নারাজ!

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, এমনিতেই উপজেলা কাম্পাসে শিশুদের খেলাধুলার জায়গা নেই। যে পার্কটি আছে সেখানে আবার রিংপাট তৈরি হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী অফিসারকে অবহিত করবো।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিবের সাথে মোবাইল ফেনে কথা বললে তিনি রিংপাট তৈরির বিষয় স্বীকার করে বলেন, এটা পরিষদের পরিত্যাক্ত একটা জায়গা। এখানে কেউ হয়তো শখ করে দু’একটা স্থাপনা তৈরি করেছিলো। তবে ওপেন শিশুপার্ক না। আর পরিষদের জায়গায় কোন শিশুপার্ক হয় না।

Bootstrap Image Preview