Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা ও নির্বাচনকালীন সরকারঃ কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০২:২০ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০২:২০ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। একই সময়ে নির্বাচনকালীন সরকারও গঠন করা হবে।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন সময় আছে এক মাস। এই সময়ে বিএনপি বা সহযোগিরা ঐক্য প্রক্রিয়া বা ঐক্য ফ্রন্ট যে দাবিই করুক না কেন, সে অনুযায়ী সরকার গঠন সংবিধান সম্মত হবে না।

নির্বাচনের জন্য বিশেষ সরকার গঠনের কোনো দরকার নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বিশেষ সরকারের প্রয়োজন?

তিনি বলেন, নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের কোনো দরকার নেই। তাদের (বিএনপি) প্রয়োজন হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। এজন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। বর্তমান নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। সেটি তারা প্রমাণ করেছে সিটি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন সফলভাবে সম্পাদন করে।

Bootstrap Image Preview