Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জা‌বি‌তে ভ‌র্তি পরীক্ষা শুরু আগামীকাল

জা‌বি প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৮ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যাল‌য়ে ২০১৮-১৯ শিক্ষাব‌র্ষের ১ম ব‌র্ষের স্নাতক (সম্মান) শ্রে‌ণির ভ‌র্তি পরীক্ষা শুরু হ‌বে আগামীকাল (৩০ সেপ্টেম্বর) থে‌কে।

৩০ সেপ্টেম্বর থে‌কে ১১ অক্টোবর পর্যন্ত চল‌বে এ ভ‌র্তি পরীক্ষা। প্র‌তি‌দিন সকাল ৯টা থে‌কে শুরু হ‌য়ে ৫টি শিফ‌টে ভ‌র্তি পরীক্ষা চল‌বে।

এবছর ৬ টি অনুষ‌দের অধী‌নে মোট ১ হাজার ৮৮৯ টি আস‌নের বিপরী‌তে আ‌বেদন ক‌রে‌ছে ৩ লাখ ২২ হাজার ৯৪৬জন। ফ‌লে প্র‌তি‌টি আস‌নের জন্য লড়‌বে ১৭১ জন।

পরীক্ষা ক‌ক্ষে মোবাইল ফোনসহ যে‌কোনো ধর‌নের ই‌লেকট্র‌নিক ডিভাইস বহ‌নের ওপর নি‌ষেধাজ্ঞা আ‌রোপ করা হ‌য়ে‌ছে।

ভ‌র্তি পরীক্ষায় যে‌কোন ধর‌নের অনিয়ম ও দুর্নীতি মোকা‌বিলায় সর্বাত্মক প্রস্তু‌তি নেওয়া হ‌য়ে‌ছে ব‌লে রে‌জিস্টার অফিস সূ‌ত্রে জানা যায়। এছাড়াও এক‌টি ভ্রাম্যমান আদালত পরীক্ষার সময় কাজ কর‌বে ব‌লেও জানা যায়।

ভ‌র্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ব‌বিদ্যাল‌য়ের ওয়েবসাইট www.juniv.edu থে‌কে জানা যা‌বে।

Bootstrap Image Preview