Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিটনের বিতর্কিত আউট নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৭ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত


দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে লিটনের বিতর্কিত আউট নিয়ে টাইগার ভক্তদের পাশাপাশি হতাশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশের টাইগাররা চোট খেয়েছে। কিন্তু এশিয়া কাপের ফাইনালে শেষ মুহূর্ত পর্যন্ত তারা ভারতের সঙ্গে লড়াই করেছে। শেষ বল পর্যন্ত ঘাম ঝরিয়ে কয়েকবারের চ্যাম্পিয়ন ভারতকে বিজয় দেখতে হয়েছে।

শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে কোনোভাবেই যখন ভারতীয় বোলাররা পরাস্ত করতে পারছিল না। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরি করা লিটন দাসের ওপর তখন বিতর্কিত এক সিদ্ধান্তের খড়গ নেমে আসে।

উল্লেখ্য, বাংলাদেশের ইনিংসের ২৪৬ তম বলে কুলদীপ যাদবের গুগলিতে বিভ্রান্ত হওয়ায় পা বের হয়েছিল লিটনের। পরে সেটিপেছনের নেওয়ার চেষ্টার সময়েই মাত্র ০.১৬ সেকেন্ডের মাথায় স্টাম্প ভেঙে দেন মহেন্দ্র সিং ধোনি। এরপর রিপ্লেতে দেখা গেছে, লিটনের পা লাইনে আছে। বেশ কয়েকটি অ্যাঙ্গেল থেকে দেখেও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছিলনা। এর ফলে ‘জুম ইন’ করে দেখার সিদ্ধান্ত নেন তৃতীয় আম্পায়ার রড টাকার।

দৃশ্যপট বড় করার পর দেখা যায়, লাইনের ওপরেই আছে লিটনের পা। তবে লাইনের পেছনে কোনো অংশে পা নেইতাঁর। তৃতীয় আম্পায়ার নানা অ্যাঙ্গেল থেকে অনেকবার দেখে, জুম করেও সিদ্ধান্তে আসতে পারছিলেন না। অবশেষে প্রায় তিন মিনিট পর সিদ্ধান্ত দেওয়া হলো ‘আউট’। এরপর বহু নাটকীয়তার পর একেবারে শেষ বলে গিয়ে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে লিটন দাসের রান আউট নিয়ে ক্রিকেট মহলে নানা বিতর্কের সৃষ্টি করেছে।

Bootstrap Image Preview