Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জবির ‘ইউনিট-১’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজাম শামীম,জবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৭ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৭ PM

bdmorning Image Preview


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ইউনিট-১ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাশের পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে, বাংলাবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ও ঢাকা কলেজিয়েট স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার প্রাথমিক যাচাই বাচাই এর পর ইউনিট-১-এ ২৬,৪১৪ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়। সকালের শিফটে বিজোড় রোল নম্বরধারী এবং বিকালের শিফটে জোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বর্ণনামূলক লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

পরীক্ষার এক পর্যায়ে উপাচার্য ভাষা শহীদ রফিক ভবনে বিশ^বিদ্যালয়ের সাংবাদিকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন । সেখানে তিনি জানান, এবারে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথায়ও কোনো ধরনের অস্বাভাবিক ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আরো জানান, ইউনিট-১ এর ভর্তি পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে। তবে লিখিত পরিক্ষার ফলে খাতা মুল্যায়নে কিছুটা সময় লাগতে পারে। এছাড়া জানুয়ারির প্রথম সপ্তাহে সকল বিভাগের ১ম বর্ষের ক্লাস শুরু হবে।

তবে সারেজমিনে ঘুরে দেখা গেছে, ভর্তি পরীক্ষার সময় পরিক্ষার্থীদের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের ২০-৩০ মিনিট পরও হলে ঢুকতে দেখা যায় । কয়েকজন শিক্ষার্থীকে ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। তবে তুলে যাওয়ার কারণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Bootstrap Image Preview