Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আটক

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫২ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৭ PM

bdmorning Image Preview


ফরিদপুরে অস্ত্র-গুলিসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরাফাত হোসেন জুয়েল ওরফে ভাগনা জুয়েল (৩৮) ও তার ২ সহযোগী ফারজানা আক্তার (২৮) এবং আরিফুল ইসলাম ওরফে আজিম শেখকে (৩৫) আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় ফরিদপুর জেলা শহরের ব্রাহ্মণকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ তাদের আটক করা হয়। এই শীর্ষ সন্ত্রাসীকে আটকের নেতৃত্ব দেন ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন। সকালে র‌্যাব-৮ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব-৮ দাবি করেন, আরাফাত হোসেন জুয়েল ওরফে ভাগনা জুয়েল ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী ও অর্ধ ডজন অস্ত্র, হত্যা ও মাদক মামলার আসামী। সে জেলা শহরের ব্রাহ্মণকান্দা গ্রামের মুনসুর মোল্যার ছেলে।

মোঃ আরাফাত হোসেন জুয়েল ওরফে ভাগনা জুয়েল (৩৭) এর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এবং ঢাকা জেলার সাভার থানায় হত্যা, অস্ত্র মামলাসহ সর্বমোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ফারজানা আক্তার এর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এবং ঢাকা জেলার সাভার থানায় মোট ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অস্ত্র ও মাদক আইনে ০২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview