Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষ নাগরিক হতে পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞানও অর্জন করতে হবেঃ সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২১ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


'বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশুনার পাশাপাশি নানা রকম সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত থাকি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা এসব কর্মকান্ডকে এক্সট্রা কারিকুলাম বলে থাকি। আমি এই এক্সট্রা কারিকুলামকেই প্রধান পাঠ্যসূচি বলবো।'

আজ ২৯ সেপ্টেম্বর, ২০১৮ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে স্টামফোর্ডের ১৫টি ক্লাব নিয়ে স্টামফোর্ড ক্লাব ফেয়ার-২০১৮ এ প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমি অত্যন্ত আনন্দিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এই আয়োজন দেখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পথচলার পাথেয় হবে। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ-এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

তিনি বলেন, পাঠ্যপুস্তকের চেয়ে পাঠ্যারিক্ত বিষয় বেশি চর্চা করা দরকার। এটি শিক্ষার্থীদের দেহ ও মনের বিকাশের জন্য অত্যন্ত জরুরী।

তিনি বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তক দিয়ে দক্ষ নাগরিক হওয়া যায় না। দক্ষ নাগরিক হওয়ার জন্য অবশ্যই পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞান অর্জন করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য এবং স্টিয়ারিং কমিটি স্টামফোর্ড ফোরামের কনভেনর ড. ফারাহনাজ ফিরোজ।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা মনে করে ক্লাস নিয়ে আর ডিগ্রি দিয়ে দিলে তার দায়িত্ব শেষ। আজ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি এই আয়োজনের মাধ্যমে প্রমাণ করলো শুধু পাঠ্যপুস্তককের মাধ্যমে না বরং এর বাইরে নানা রকম কাজ দিয়ে শিক্ষার্থীদের সুদক্ষ করা যায়।

দিনব্যাপী এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর-নূর-তুষার, সিইও, নাগরিক টিভি; আয়মান সাদিক, প্রতিষ্ঠাতা, ১০ মিনিট স্কুল; ডন সামদানি, মটিভেশনাল স্পিকার; ইরেশ জাকের, অভিনেতা; যুবায়ের হোসাইন, প্রতিষ্ঠাতা ভ্যাট চেকার; নাসিমা আক্তার নিশা, প্রতিষ্ঠাতা, উই; ওসামা বিন নূর, প্রতিষ্ঠাতা ইউথ অপটিউনটি; সাদিক আল সরকার, সভাপতি, লিডসাস গ্লোবাল অ্যাক্শন; তানভির তারেক, সাংবাদিক-লেখক-উপস্থাপক; যাইবা তাহিয়া, প্রতিষ্ঠাতা এফইএম।

Bootstrap Image Preview