Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে ভুটানে গেলো বাংলাদেশের ওষুধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৭ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ভুটানকে উপহার হিসেবে বাংলাদেশ থেকে ওষুধ পাঠানোর বিষয়ে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম চালানের ওষৃধ পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার ওই ওষুধের প্রথম চালানটি গেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে। শুক্রবার বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার একে এম খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে ছয়টি ট্রাকে করে প্রায় ৩০ টন ওজনের ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ১৩৫ প্রকারের ওষুধ ভুটান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার ও লালমনিরহাট জেলা ড্রাগ সুপার তোহিদুল ইসলাম প্রমুখ।

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান সফরকালে দেশটিকে বিনামূল্যে ওষুধ প্রদানের প্রতিশ্রুতি দেন। পরে ভুটান থেকে বাংলাদেশ সরকারের কাছে ৪২৯ প্রকার ওষুধের একটি তালিকা পাঠানো হয়। কিন্তু ওই তালিকায় মধ্যে ২৫৮ প্রকার ওষুধ মিলে বাংলাদেশে।

এতে প্রায় ২০ কোটি টাকার ওষুধ তিন ধাপে ভুটান হেলথ কেয়ার ট্রাস্ট ফান্ডে অনুদান হিসেবে প্রদান করা হবে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ওষুধের প্রথম চালানটি হস্তান্তর করা হয়েছে ভুটানের প্রতিনিধিদের কাছে। পর্যায়ক্রমে ৩১ অক্টোবর দ্বিতীয় ও ৩০ নভেম্বর তৃতীয় চালানের মাধ্যমে মোট ২৫৮ প্রকার ওষুধ ভুটান পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে ২৩ জুলাই সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাবগের কাছে টোকেন ওষুধ তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গুণগতমানের জন্য বাংলাদেশি ওষুধ আমদানিতে বরাবরই আগ্রহ দেখিয়ে আসছে ভুটান সরকার।

উল্লেখ্য, ২০১৬ সালের হিসেব অনুযায়ী, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ বিশ্বের ৯০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। এখাত থেকে তৈরি পোশাকের চেয়েও বেশি মুনাফা করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Bootstrap Image Preview