Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে দেশে ফিরছেন মাশরাফি-মুস্তাফিজরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৭ AM

bdmorning Image Preview


আবারো এশিয়া কাপের ফাইনালে উঠে হারের ক্ষত সইতে হলো বাংলাদেশ দলকে। তবে ম্যাচ হারলেও ১৮ কোটি বাঙালির মন ঠিকই জয় করে নিতে পেরেছে মাশরাফি-মুস্তাফিজরা। দুবাইয়ের প্রতিকূল আবহাওয়ায় ২০ দিনের সফর শেষ শনিবার দেশে ফিরছে বাংলাদেশ দল।

ফাইনালে ভারতের কাছে শেষ বলে ম্যাচ হারলেও এই এশিকা কাবে বাংলাদেশকে সফল মিশন শেষ কর েদেশে ফিরছে এমনটা বললেও খুব একটা ভুল হবে না। কারণ দলের দুই প্রধাণ অস্ত্র তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে হারিয়েও বাংলাদেশ তার সামর্থের প্রমাণ দিতে পেরেছে। এই দুইব্যাটসম্যানকে ছাড়াই ভারতের মতো দলের সাথে মাত্র ২২২ রানের পুঁজি নিয়ে বুক চিতিয়ে ম্যাচে শেষ বল অবদি ভারতকে নিয়ে গেছে।

দুবাইয়ে এশিয় কাপের পুরো আসরে কিছুটা ইনজুরি নিয়েই খেলেছেন মুশফিক। এছাড়া মাহমুদউল্লাহর শ্বাসকষ্ট আর মাশরাফির আঙুলের চোটে জর্জরিত বাংলাদেশ শিবির। আর দুবাইয়ের অসহ্য গরমের কথা নাই বাদই দিলাম।

এতসব প্রতিকূলতা জয় করে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল। কাল ম্যাচ শেষ মাঠের আনুষ্ঠানিকতা শেষ গভীর রাতে হোটেলে ফেরে ক্রিকেটাররা।শনিবার তারা দিনে প্রথম অংশ বিশ্রামেই কাটাবে পুরো দল। এরপর দুবাই থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে রওনা হবেন ক্রিকেটাররা। বাংলাদেশে পৌঁছাতে পৌঁছাতে রাত ১১টা।

টাইগাররা দেশ ফেরার পর ১ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগে অংশ নেবে । জাতীয় দলের একাধিক ক্রিকেটার লিগের শুরু থেকেই থাকবে। এ ছাড়া জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১০ অক্টোবর থেকে। বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২১ অক্টোবর দুই দলের প্রথম ওয়ানডে মিরপুরে।

Bootstrap Image Preview