Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহেশপুরে মুক্তিযুদ্ধ মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন 

অমিত সরকার, মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৩ AM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৫ AM

bdmorning Image Preview


ঝিনাইদহের মহেশপুর কাজিরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে নবনির্মিত মুক্তিযুদ্ধ মুক্ত মঞ্চের উদ্বোধন এবং উক্ত মুক্তমঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলার কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম সেলিম রেজার উদ্যোগে গতকাল শুক্রবার এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ইউপি চেয়ারম্যান বিএম সেলিম রেজার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত মুক্তিযুদ্ধ মুক্ত মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক এম এ আযীয, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস ছাত্তার, আব্দুল্লাহ স্বপন, জিন্নাত আলী, মনির হোসেনসহ আরো অনেকে।

এসময় বীর মুক্তিযোদ্ধা সহ সুধীজন উপস্থিত ছিলেন। শেষে ২৪ জন বীর মুক্তিযোদ্ধা সহ সুধী জনদের মাঝে সম্মামনা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলাতে অনেক ইউনিয়ন আছে কিন্তু কেহ মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করেছে বলে আমার জানা নাই। আমি কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কে ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য।

Bootstrap Image Preview