Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুরি যাওয়া দু'শ বছরের রাধা মাধবের মূর্তি উদ্ধার, গ্রেফতার ২

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩২ AM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩২ AM

bdmorning Image Preview


সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ মন্দির থেকে চুরি যাওয়া দু'শ বছরের বাসুদেব মূর্তিসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন রাধামাধব মূর্তিসহ মোট ৩টি মূর্তি ও ২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা যোগেশ ব্যানার্জীর বাড়ির মন্দির থেকে দু'শ বছরের কাঁসা ও পিতলের তৈরি রাধামাধব, কালী ও দুর্গা মূর্তিসহ ৩টি মূল্যবান মূর্তি এবং পূজা অর্চনার পুরনো মূল্যবান জিনিসপত্র গত ১৮ সেপ্টেম্বর রাতে একদল দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।

শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ থানার (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার লাউওয়াই ও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩ টি মূর্তি ও ৪টি কাঁসার কলস, ১টি কাঁসার বাসন, ৪টি কাঁসার লুটা, ১টি কাঁসার ঘটি, ৩টি কাঁসার ধোপধানী, ২টি কাঁসা গ্লাস, ৬টি কাঁসার থাল, একটি কাঁসার বাটি, ২টি কাঁসার ঘন্টি উদ্ধার করা হয়।

তবে এখনো চুরি যাওয়া আরো একটি পুরনো দুর্গা মূর্তি পুলিশ উদ্ধার করতে পারেনি।

মূর্তি উদ্ধারের সময় দক্ষিণ সুনামগঞ্জের হাসনাবাজ গ্রামের আলী নূরের ছেলে সুমন মিয়া ও শাল্লা উপজেলার সহদেবপুর গ্রামের বেদন আলীর ছেলে জুয়েল মিয়াকে পুলিশ গ্রেফতার করে।

Bootstrap Image Preview