Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে দুই ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫ AM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঝিনাইদহ সদর উপজেলায় দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শফিউদ্দিন ওরফে মিনি নামের এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ভোরের দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, দু’দল ডাকাতদের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়। তিনি ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও বোমা।

মিনি সদর উপজেলার চোরকোল গ্রামে সোবারেক মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ ৫টি ডাকাতি মামলা আছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের সেখানে যায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে শফিউদ্দিন ওরফে মিনি নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে দেশি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, হাতবোমা ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।

Bootstrap Image Preview