Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে নিয়ে নিজের লেখা কবিতা পড়ে শুনালেন বিজ্ঞানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১১ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা নিজের কবিতা পড়ে শুনালেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু যেমন ভাবতো প্রধানমন্ত্রীও তেমন ভাবনা টেনে নিয়ে যাচ্ছেন।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাফির (বিএসইউ) ৩০ তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করে এ কথা বলেন বিজ্ঞানমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞানমন্ত্রী বলেন, চিকিসৎসকরা প্রতিদিন পূণ্য অর্জন করতে পারে, আবার প্রতিদিন পাপও অর্জন করতে পারে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, রোগ পরীক্ষার সাথে যুক্ত চিকিৎসকরা অনেক সময় সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা না করেই ফলাফল দিয়ে দেয়। সেই ফলাফল অনুযায়ী সে চিকিৎসক রোগীর চিকিৎসা করেন তিনি ভুল চিকিৎসা দিয়ে বসেন। এতে রোগীর কোন ক্ষতি হলে তার দায় কিন্তু ওই চিকিৎসা করা চিকিৎসকের নয় বরং পরীক্ষার সাথে যুক্ত চিকিৎসকের। তবে একই সাথে রোগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতিও সঠিক হতে হবে।

সম্মেলনে অতিথি হিসেবে আসা ভারতীয় দুই চিকিৎসককে উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, ভারত আমার বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের পাশে ছিল। দেশ থেকে যাওয়া শরনার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে ভারত। এসময় মহাকাশে পাঠানো বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে লেখা কবিতাও আবৃত্তি করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে চিকিৎসায় একদিকে যেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। অন্যদিকে শরীরের পুরো অংশ এটি দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা যায়।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জানান, আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষের চিকিৎসা সেবা দেয়া যাচ্ছে। ইতিমধ্যে ১০০০ হাজার চিকিৎসকের আল্ট্রাসনোগ্রাফির ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। যারা দেশ বিদেশে সুনামের সাখে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাফির (বিএসইউ)-এর সভাপতি প্রফেসর মিজানুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান মাহাবুবুল হক। স্বাগত ভাষণ দেন বিএসইউ এর সহ-সভাপতি অধ্যাপক ডা:ফরিদুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাফির মহাসচিব অধ্যাপক ডা: মাহবুবুল হক, বাংলাদেশ ইনিস্টিটিউট অব আল্ট্রাসাউন্ড মেডিসিন অ্যান্ড রিসার্চের পরিচালক প্রফেসর কানু বালা প্রমুখ।এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত আল্ট্রাসনোগ্রাফির সদস্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview