Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এইচএসসি শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৫ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদশ।

গত বুধবার ইউনিভার্সির বনানী ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে গুলশান কমার্স কলেজের শিক্ষাথীরা অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপার্চায প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তির এ যুগে সৎ, দক্ষ ও মেধাবী নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে কাজ করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। যার ফলশ্রুতিতে একজন শিক্ষার্থী নিজেকে চেনার মাধ্যমে বাংলাদেশ ও সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্টার ব্রি. জে. (অব.) মো আসাদুজ্জামান সুবহানী, স্কুল অব বিজনেসের বিভাগীয় প্রধান, এস.এম. আরিফুজ্জামান, গুলশান কমার্স কলেজের ভাইস প্রিন্সিপাল এম. এ. মোনায়েম ও আইসিটি বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম।

Bootstrap Image Preview