Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৪ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


ঝিনাইদহ প্রতিনিধিঃ

'মুক্ত সমাজের জন্য উত্তম আইন; টেকসই উন্নয়নে তথ্যে অভিগমন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, তথ্য জানার অধিকার সকলের আছে। এ বিষয়ে জনগনকে সচেতন করে তুলতে হবে।

আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview