Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে এতিমদের সঙ্গে নিয়ে  প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মাসুদ রানা, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১১ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১১ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ৩ শতাধিক অনাথ ও এতিমদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কারাবালা আবাসিক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রথম কেক কাটেন।

পরবর্তীতে আহমেদপুর মহিউসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিখানা এবং ভবানীপুর হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিখানায় এতিমদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি।

কেক কাটা শেষে দুপুরের খাবার হিসেবে ডা. সিদ্দিকুর রহমান সকল অনাথ ও এতিমদের মধ্যে বিরিয়ানী খাবার পরিবেশন করেন।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন উপলক্ষে ওই তিন এতিমখানায় দোয়া মাহফিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বনপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহিত কুমার সরকার, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি খোকন মোল্লা, চান্দাই ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান জিন্নাহ, প্রবীণ আ.লীগের রাজনীতিবিদ সোবাহান প্রামাণিক, জয়বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, আ.লীগের তৃণমূললীগের সভাপতি ফেরদৌস-উল-আলম, মাদ্রাসা ও এতিমখানার সুপার, শিক্ষক, সাংবাদিকবৃন্দরা।

Bootstrap Image Preview