Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০০ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০০ PM

bdmorning Image Preview


'আমাদের শহর আমরাই রাখবো পরিস্কার' এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহর পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে এতে অংশে নিয়েছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

এসময় তিনি শহর পরিস্কার পরিচ্ছন্নতা রাখার স্বার্থে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ প্রদান করেন প্রশাসনের প্রতি।

এসময় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক মো.দাউদুল ইসলাম, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান ও কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মারমা, লক্ষীপদ দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো.ইয়াছিন আরাফাত, জেলার প্রবীণ আওয়ামী লীগের নেতা আবদুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা, মহিলা ও পুরুষ পুলিশ সদস্য, ছাত্রলীগের জেলা ও কলেজ শাখার নেতাকর্মীবৃন্দসহ শহরের ব্যবসায়ীরা।

বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহে ঝাঁড়– দিয়ে ময়লা-আবর্জনা পরিস্কার করেন, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরসহ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল অতিথিবৃন্দ।

প্রচন্ড গরমের দাবদাহ উপেক্ষা করেই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় মন্ত্রী বাজারের ব্যবসায়ীদের নিজেদের দোকানের আঙ্গিনাসহ রাস্তার চারপাশে ময়লা আবর্জনা না পেলে নির্দিষ্টস্থানে ময়লা ফেলতে এবং ঝাড়– দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত শহর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন বাবলু।

Bootstrap Image Preview