Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

থানচি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:০২ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:০২ PM

bdmorning Image Preview


বান্দরবানের থানচি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এ উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষ্যে থানচি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জনসভায় জেলা প্রশাসক দাউদুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, ৩৮ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, নির্বাহী অফিসার আরিফুল ইসলাম মৃদুল, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, ক্যসাপ্রু মারমা, টিংটিংম্যা মারমা, ফিলিপ ত্রিপুরা, থোয়াইহ্লামং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), মহিলা ভাইস চেয়ারম্যান বকুলী মার্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইয়াছিন, উপজেলা প্রকৌশলী রবিউল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আশরাফুল ইসলাম প্রমুখ।

উদ্ভোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এক সময়ের দুর্গম জনপথ ছিল থানচি উপজেলা। সে দুর্গমতা কাটিয়ে আজকের থানচি মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত হয়েছে। বড় মদক, রেমাক্রী, তিন্দু অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে অচিরেই থানচি হবে একটি পর্যটনমুখী জনপদ। এ জনপদে থাকবে কোলাহল মুখর মানুষের অবাদ বিচরণ। তখনই বাড়বে মানুষের জীবনমান উন্নয়ন। তাই তিনি আহ্বান জানান, এ জনপদকে সুচারুরূপে প্রতিষ্ঠিত করতে জাতীর জনক বঙ্গবন্ধুর মানস কন্যা মানবতার মাতা শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি বলেন, থানচি উপজেলায় গত ১০ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় ৪৫ কোটি টাকা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আওতায় ৩৭ কোটি টাকা এবং বান্দরবান জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় ও জেলা, উপজেলা প্রশাসন কর্তৃক অসংখ্য ব্রীজ কালভার্ড, পেগোডা, গির্জা, মন্দির, মসজিদ, কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। থানচি থেকে লিক্রি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার কোন বিকল্প নেই।

এদিকে জনসভার আগেই সকাল ১০টায় খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় ১০ টাকা মূল্যে চাউল বিতরণ কেন্দ্র উদ্ভোধন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ৩০ লক্ষ টাকা ব্যয়ে বলিবাজার মুসলিম পাড়ায় জামের মসজিদ ভবন নির্মাণ, ৩০ লক্ষ টাকা ব্যয়ে নাইন্দারী পাড়া বৌদ্ধ বিহার ভবন নির্মাণ, সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ডুকলোক ঝিড়িতে আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অর্থায়নের প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে থানচি উপজেলা পরিষদ কমপ্লেক্স এর ভবন উদ্ভোধন, বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠদান অনুমোদনের উদ্ভোধন করেন তিনি।

উদ্ভোধন শেষে উপজেলা পরিষদ ও হাসপাতালের রোগী পরিবহনের ৪টি ইঞ্জিন চালিত নৌকা, এলজিএসপি-৩ আওতায় মাইক বিতরণ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, থানচি এর আওতায় ২ লক্ষ টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেন।

Bootstrap Image Preview