Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে, 'স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্লাব ফেয়ার-২০১৮'

মামুনুর রশিদ রাজিব, স্টামফোর্ড ইউনিভার্সিটি প্রতিনিধি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১১ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৪ PM

bdmorning Image Preview


আগামী ২৯ সেপ্টেম্বর ২০১৮ স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত সবগুলো ক্লাব নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টামফোর্ড ইতিহাসের প্রথম ক্লাব ফেয়ার “ স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্লাব ফেয়ার-২০১৮”।

সারাদিন ব্যাপী এই আয়োজনটিকে সফল করতে নিজেদের সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছেন ক্লাব ফেয়ারের জন্য গঠিত কমিটিগুলো। গঠিত কমিটিগুলোতে যেমন রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা তেমন রয়েছেন সকল ক্লাব মেম্বার এবং সাধারন শিক্ষার্থীবৃন্দ।

আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর। এছাড়াও উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক প্রফেসর ড.আনিসুজ্জামান, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আলী নকী, বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, স্টিয়ারিং কমিটির প্রধান ফারাহনাজ ফিরোজ এবং ট্রাস্টি বোর্ডের সদস্য এনামুল হক শামীম।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থাকবেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ওসামা বিন নুর, মোটিভেশনাল স্পীকার ডন সামদানী,এফইএম এর প্রতিষ্ঠাতা জাইবা তাহিয়া, অভিনেতা ইরেশ যাকের, নাগরিক টিভির সিইও আব্দুর নুর তুষার, ভ্যাট চেকারের প্রতিষ্ঠাতা জুবায়ের হোসেন, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ওয়াফি এস এম খান, কান্ট্রি ম্যানেজার অফ কোডার ট্রাস্ট, সাংবাদিক তানভীর তারিক এবং সাদিক আল সরকার।

এছাড়া, অনুষ্ঠানটিকে সফল করতে স্পন্সর হিসেবে সহযোগিতায় থাকবেন আমিন মোহাম্মাদ গ্রুপ, স্টার কাবাব এবং লিডসাস সহ আরো অনেক প্রতিষ্ঠান।

প্রথম বারের মত বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো নিয়ে এমন আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে ক্লাবগুলোর অভিভাবক হিসেবে কাজ করা স্টিয়ারিং কমিটির প্রধান ড. ফারাহনাজ ফিরোজ বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কাছে এক্সট্রা কারিকুলামের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাদের এসব কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

উল্লেখ্য, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত যেই ক্লাবগুলো নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব ফেয়ারটি সেগুলো হল স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম, স্টামফোর্ড ডিবেট ফোরাম, স্টামফোর্ড এন্টি-ড্রাগ ফোরাম, স্টামফোর্ড ভলান্টিয়ার্স ক্লাব,স্টামফোর্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরাম, স্ট্রেবার্ড ফোরাম, বিজনেস ফোরাম, ফার্মা ফোরাম, ম্যাথ সার্কেল, কম্পিউটার সোসাইটি, লাইফ সাইন্স ক্লাব, ইয়েস গ্রুপ, ফটোগ্রাফিক সোসাইটি, ড্রামা সোসাইটি এবং স্টামফোর্ড রোড সেফটি এন্ড কমিউনিকেশন ফোরাম।

Bootstrap Image Preview