Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবির দশম সমাবর্তনের সকল প্রস্তুতি সম্পন্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১২ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১২ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বহুল প্রতীক্ষিত দশম সমাবর্তন (আগামী শনিবার) উপলক্ষ্যে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। সমাবর্তনে বক্তা থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সমাবর্তন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

উপাচার্য জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অ্যাডভোকেট আব্দুল হামিদ এতে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে সন্মানসূচক ডিলিট প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য আরও জানান, সমাবর্তনের দিনে উদ্বোধন হবে দুইটি আবাসিক হল। সমাবর্তন অনুষ্ঠানের আগে ছাত্রীদের জন্য দেশরত্ন শেখ হাসিনা হল ও ছাত্রদের জন্য শহীদ এ এইচএম কামারুজ্জামান হল নামে দুইটি দশতলা বিশিষ্ট আবাসিক হল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

ইতিমধ্যে হল নির্মাণের স্থানও নির্বাচন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেগম খালেদা জিয়া হলের পূর্ব পাশে নির্মাণ করা হবে দেশরত্ন শেখ হাসিনা হল। অপরদিকে ছেলেদের জন্য জিমনেসিয়ামের পাশে শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল নির্মিত হবে বলে জানান তিনি।

গ্রাজুয়েট নিবন্ধনকৃত শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, সমাবর্তনের সরঞ্জামাদি ও আমন্ত্রণপত্র নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউট থেকে নিতে পারবে। নিবন্ধনকৃত ৬ হাজার শিক্ষার্থীর খাবারের ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের মধ্যে ১০টি ফুড কর্ণার স্থাপন করা হয়েছে। সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে জনপ্রিয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনসহ বিশিষ্ট কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। রাষ্ট্রপতির অবস্থানকালে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের আসা যাওয়া সাময়িক বন্ধ থাকতে পারে। কারণ রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয়ে এসএসএফ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।

প্রসঙ্গত, দশম সমাবর্তনের অংশগ্রহণের জন্য ৬ হাজার ১৪ জন গ্রাজুয়েট নিবন্ধন করেছেন।

Bootstrap Image Preview