Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দিতে স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রম উদ্যোগ

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৪ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৫ PM

bdmorning Image Preview


শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে মাঝপথে ঝড়ে পড়া রোধ এবং প্রাথমিকের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী গড়ে তুলতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থা।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩'শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ, খাতা ও কলম বিতরণ করেছে সংগঠনটি।

আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী সংগঠন বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হাসান আলী।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সামশুল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোঃ হায়দার আলী, স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর আলম মঞ্জু, বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আল মামুন জীবন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা।

শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলা শিক্ষা অফিসার সামশুল আলম ও অন্যান্য বক্তারা আলোচনা সভায় সংগঠনটিকে ধন্যবাদ জানায় এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য।

অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তাঁর মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

Bootstrap Image Preview