Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী আটক

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৬ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে তালিকাভুক্ত অস্ত্রধারি, অপহরণকারি, চাঁদাবাজ সন্ত্রাসী আশাদুলকে (৪৫) অস্ত্র ও ২ টি গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে কার্পাসডাঙ্গা ফকিরখালি ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনের আলী ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিত্বে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই শেখ রাজীব আল রশিদ, এসআই মিল্টন সরকার, এসআই কাজী শামসুল আলম, এএসআই শ্রী রমেন কুমার সরকার ও এএসআই কামরুজ্জামান সন্ত্রাস বিরোধী অভিযান চালায় কার্পাসডাঙ্গা- মুজিবনগর সড়কের ফকিরখালি ব্রিজের পাশে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনের আলীর ছেলে তালিকাভুক্ত অস্ত্রধারি, অপহরণকারি, চাঁদাবাজ সন্ত্রাসী আশাদুল মাঠের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় পুলিশ তার পিছু ধাওয়া করে একটি বাজার করা ব্যাগসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটকের পর পুলিশ তার হাতে থাকা ব্যাগটি তল্লাশি করে একটি দেশিয় তৈরি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সূত্রে জানতে পারি কার্পাসডাঙ্গা- মুজিবনগর সড়কে ছিনতাই করার জন্য ছিনতাইকারীরা ফকিরখালি ব্রিজের নিকট একত্রিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিত্বে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আশাদুলকে অস্ত্র ও গুলিসহ আটক করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

Bootstrap Image Preview