Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, বিএনপির নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৪ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৪ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে বিভিন্ন ধরণের অসংখ্য বিস্ফোরক জব্দ করেছে লাখাই থানা পুলিশ। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদসহ ১২ জনকে আসামী নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় এই তথ্য নিশ্চিত করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন।

সূত্রে জানা যায়, এর আগে দিবাগত রাতে লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিভিন্ন ধরণের অসংখ্য বিস্ফোরক।

উদ্ধারকৃত বিস্ফোরক হচ্ছে- ২টি পেট্রোল বোমা, ১টি বারুদ ভর্তি টিনের বক্স এবং ২০টি চকলেট বোমা।

এব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন আরো জানান, গোপন সূত্রে সংবাদ জানতে পাড়েন বুল্লা বাজার এলাকায় ৬০ থেকে ৭০ জন লোক নাশকতা পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছে।

এ সংবাদ পেয়ে সাথে সাথে একদল পুলিশ উল্লিখিত স্থানে অভিযান চালালে তারা পালিয়ে যায়। পরে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়।

এব্যাপারে লাখাই থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আবুল বাশার বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাকসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

আসামীদের গ্রেফতারে জন্য বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ টিম অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview