Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিডিং ইউনিভার্সিটিতে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাসান নিয়াজ, ক্যাম্পাস প্রতিনিধি ঃ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৮ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৮ PM

bdmorning Image Preview


সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে "কন্টেম্পোরারী ইস্যূ অব ব্যাংকিং সিস্টেম অব বাংলাদেশ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টায় ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে দক্ষিণ সুরমার রাগীবনগরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দ্বিতীয় একাডেমিক ভবনের গ্যালারি-১ এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার মেজর (অব) মো: শাহ আলম, পিএসসি উপস্থিত ছিলেন।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আহমেদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সরকারের ডিজিটালাইজেশনের ফলশ্রুতিতে এবং টেকনোলজির উন্নতির ফলে বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতি ক্লাসিক্যাল থেকে মডার্ন সিস্টেম এ উন্নীত হয়েছে।

তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থাপনার এ আধুনিকায়ন বাংলাদেশের অর্থনীতির উন্নতি সাধনে অবদান রাখছে। লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের কিছু শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি কি-নোট স্পিকারকে এ সেমিনারে এসে শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করার জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশে ব্যাংকিং সিস্টেম এবং ফাইন্যানশ্যাল সিস্টেম নিয়ে বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহমেদ আলী ব্যাংকিং ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি যেমন বন্ডস, এফডিআর, বিভিন্ন লোন, ফাইন্যানশ্যাল মার্কেট, শেয়ার, ফরেন এক্সচেঞ্জ ইত্যাদি বিষয় উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যাংকিং এবং নন-ব্যাংকিং প্রক্রিয়া, সেভিংস, স্টক মার্কেটস, ক্রেডিট ফাংশন, পলিসি মানদণ্ড, রিস্ক ফাংশন, ট্রেডিং এবং সিকিউরিটি বিষয়েও বিস্তারিতভাবে আলোকপাত করেন।

তিনি উল্লেখ করেন, ব্যাংকিং সেক্টরে চাকরির আগ্রহী শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় ব্যাংকিং পদ্ধতির এসব বিষয়ে প্রাথমিক ধারনা থাকা খুবই প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন নিয়েও আলোচনা করেন ।

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ওয়াদুজ্জামান খানের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview