Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে চার শীর্ষ রুশ ব্লগার

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৪ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৪ AM

bdmorning Image Preview


বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে রাশিয়ার জনগণের সামনে তুলে ধরা এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে সোমবার রাতে ঢাকায় পৌঁছেছে চার শীর্ষ রুশ ব্লগার

দিনব্যাপী এই সফরের আয়োজন করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত রুশ প্রতিষ্ঠান এএসই গ্রুপ অব কোম্পানিজ বা এটমস্ত্রয়এক্সপোর্ট রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন- রসাটমের প্রকৌশল শাখা নিশ্চিত করেছে সফরকালে ব্লগাররা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্থাপনা পরিদর্শন করার পাশাপাশি এদেশের জনগণ, জীবনযাত্রা, সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবেন অর্জিত অভিজ্ঞতা তারা তাদের ব্লগের অনুসারীদের সঙ্গে শেয়ার করবেন

ঢাকা, টাঙ্গাইল, মহাস্থানগড়, পাহাড়পুর, বাগেরহাট, সুন্দরবন, চট্টগ্রাম এবং বান্দরবানসহ বাংলাদেশের বিভিন্ন স্থান ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে তাদের এছাড়াও তারা বাংলাদেশ রাশিয়ার পারস্পরিক সহযোগীতা বন্ধুত্বের অন্যতম নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন কাজও ঘুরে দেখবেন

এএসই গ্রুপ অব কোম্পানিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- ইন্টারন্যাশনাল প্রজেক্টস আলেক্সান্দার খাজিন প্রসঙ্গে জানান, ‘রুশ ব্লগারদের সফরের আয়োজন বাংলাদেশ তার বন্ধুপ্রতীম জনগণের প্রতি আমাদের অঙ্গিকারেরই প্রতিফলন বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত

২০৪১ সালে একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের পথপরিক্রমায় বাংলাদেশে সবুজ নির্মল এনার্জির চাহিদা বহুগুণ বৃদ্ধি পাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই চাহিদা মেটাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে

রুশ ব্লগারদের বাংলাদেশে স্বাগত জানিয়ে দেশের অন্যতম এভিয়েশন পর্যটন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘বাংলাদেশের উদীয়মান পর্যটন খাতের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প একটি নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে আমি আশা করি বন্ধুপ্রতীম রুশ অতিথিরা রাশিয়া এবং সারাবিশ্বে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে সহায়তা করবেন

রূপপুর প্রকল্পটি বাংলাদেশ রাশিয়ার মধ্যে সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময়ের এবং বিশেষ করে দুদেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বলে তিনি জানিয়েছেন

ইনস্টাগ্রামে তাদের মোট অনুসারির সংখ্যা ১৬ লক্ষের অধিক শুধুমাত্র আলেগ ক্রিকেটের অনুসারির সংখ্যা প্রায় ১০ লক্ষ কোনো কোনো সংবাদ মাধ্যমের মতে তিনি বর্তমানে রাশিয়ার সর্বাধিক জনপ্রিয় ব্লগার দিমিত্রি লাজিকিন একজন ফ্যাশন ব্লগার পেশাদার ভিডিওগ্রাফার নিকিতা তেতেরেভ পার্কার খেলায় ইউরোপ চ্যাম্পিয়ন

জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন কসমোপলিটনের সাবেক সম্পাদক ইরিনা গোল্ডম্যান তার ইনস্টাগ্রাম ব্লগ এবং পোষা কুকুরের (সাইবেরিয়ান হাস্কি জাতের) জন্য সবার কাছে অতি পরিচিত সার্বক্ষণিক সঙ্গী স্পেস নামের কুকুরটিসহ তিনি সারাবিশ্বে ঘুরে বেড়িয়েছেন সম্প্রতি স্পেসকে সাথে নিয়ে তিনি ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (৫৬৪২ মিটার) এলব্রুস আরোহণ করেন বাংলাদেশ সফরেও তার সঙ্গী হয়েছে কুকুরটি

ইরিনা বাংলাদেশ সফর সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘বাংলাদেশ ভ্রমণে আসতে পেরে আমি অত্যন্ত উচ্ছসিত, কারণ থাইল্যান্ডের পর এশিয়ায় এটি আমার দ্বিতীয় সফর সাম্প্রতিক ইউরোপ ভ্রমণটি আমার জন্য খুব একঘেয়ে মনে হয়েছে, আমি নতুন কিছু দেখতে উপভোগ করতে চাই বাংলাদেশ আমার জন্য সম্পূর্ণ নতুন এবং অন্য একটি জগৎ

আমি নিশ্চিত যে, এই সফরটি আমার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে আমি এদেশের মানুষের সঙ্গে ভাব-বিনিময় এবং তাদের জীবন-যাত্রা সম্পর্কে জানতে চাই

Bootstrap Image Preview