Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় দাঁড়ানো ট্রাককে ধাক্কা মেরে পিকআপ চালক নিহত

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৬ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৬ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ৯ মাইল আমের চারা নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে দ্রুত গতিতে আসা একটি কলা বোঝাই পিকআপ (মিনিট্রাক) ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপ চালক/ মালিক আশরাফুল (৪০) নিহত হয়। এসময়  সেলিম (১৮) ও বাচ্চু (৩০) নামে দু’জন গুরুতর আহত হয়। 

মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। নিহত ড্রাইভার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন হাওলী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। 

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি কলা বোঝাই পিকআপ (ঢাকা মেট্রো-ন- ৩-২৬৪৩) সরোজগঞ্জ ৯ মাইল আমের চারা নামক স্থানে রোডে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। 

ঘটনাস্থলেই পিকাপের ড্রাইভার আশরাফুল নিহত হয়। তার সাথে থাকা হেলফার মেহেরপুর জেলার রাজাপুর গ্রামের বুড়িপোতা ইউনিয়নের খোকনের ছেলে সেলিম (১৮) ও ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলার বাবর আলীর ছেলে বাচ্চু (৩০) গুরুতর আহত হয়। 

খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। সংবাদ পেয়ে নিহত ট্রাক ড্রাইভার আশরাফুলের পরিবারের লোকজন রাতেই সদর হাসপাতালে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। মঙ্গলবার আশরাফুলের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা ছিল।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ (বুধবার) লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হবে।

Bootstrap Image Preview