Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৮ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


বান্দরবান জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন রোয়াংছড়ি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ কালাম হোসেন। তিনি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে গঠিত জেলা বাছাই কমিটির বিবেচনায় জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

পার্বত্য জেলা পরিষদ সুত্র জানায়, জেলার শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ কামাল হোসেন রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলায় কর্মরত থাকা অবস্থায় বহু কাজ সম্পাদন করেছেন। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

এছাড়া, পাহাড়ী দুগর্ম এলাকাসমুহে জীবনের অতিঝুঁকি নিয়ে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন এবং স্কুল শিক্ষকসহ শিক্ষার্থীদের অভিভাবকদের কার্যক্রমের উপর কঠোর নজরদারী রেখে আসছেন তিনি।

জানা যায়, গত ১৩ বছর ধরেই বিভিন্ন সময় তাঁর উপর পাহাড়ের নানাস্থানে দায়িত্ব অর্পিত হয়ে আসছে। তিনি কেবল দায়িত্ব গ্রহণই করেননি বরং দায়িত্ব সমূহ যথাযথভাবে পালন করেছেন।

Bootstrap Image Preview