Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অত্যন্ত সুক্ষভাবে সিস্টেম করে ব্যাংকের অর্থ আত্মসাৎ করতো মাহমুদুল

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৫ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


খুলনার মেহেরপুরে ব্যাংকের অর্থ অবৈধভাবে আত্মসাতের ঘটনায় মাহমুদুল করীম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক মাহমুদুল করীম অগ্রণী ব্যাংক মেহেরপুর শাখার ক্যাশিয়ার পদে থাকা অবস্থায় এ পর্যন্ত তিন কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে অগ্রণী ব্যাংকের উক্ত শাখার ব্যবস্থাপক মেহেদী মাসুদ এ টাকা আত্মসাতের অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে একই রাতে সদর থানা পুলিশের একটি টিম মাহমুদুল করীমের নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

অগ্রণী ব্যাংকের মেহেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী মাসুদ জানান, ২০১২ সালের ২২ এপ্রিল মাহমুদুল করীম মেহেরপুর শাখার ক্যাশিয়ার হিসেবে যোগদান করেন। এখানে যোগদান করার পর থেকেই তিনি অত্যন্ত সুক্ষভাবে সিস্টেম করে ব্যাংকের অর্থ আত্মসাৎ করে আসছিলেন।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম জানান, অগ্রণী ব্যাংকের মেহেরপুর শাখায় কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন সময়ে তিনি ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। থানায় এনে জিজ্ঞাসাবাদে তিন কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। তবে আরো যাছাই-বাছাই করা হচ্ছে।

তবে আরো কি পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বিষয়টি জানার জন্য হেড অফিস থেকে একটি বিশেষজ্ঞ টিম মেহেরপুর শাখায় রওনা দিয়েছেন।

Bootstrap Image Preview