Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টুঙ্গিপাড়ায় ভূমিহীন সেজে সরকারি জমিতে ৩ তলা ভবনের ফাউন্ডেশন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৫ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৭ AM

bdmorning Image Preview


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি সরকারি হালটের ১২ শতাংশ জমি অসাধু উপায়ে বন্দোবস্তের মাধ্যমে দখলে নেওয়ার অভিযোগ ওঠেছে। জমিটি দখলে নিয়েছেন পাটগাতী বাজারের ঔষধ-ব্যবসায়ী অজিত কুমার সাহা। বন্দোবস্তকৃত জমিতে তিনি এখন তড়িগড়ি করে পাকা ভবনও নির্মাণ করছেন।

এদিকে দখলকৃত জমিটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবী জানিয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন পাটগাতী বাজারের ব্যবসায়ী মো. ইয়াসিন শেখ।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মিথ্যা তথ্য দিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে অজিত কুমার সাহা নিজের পেশা জমাজমি দেখিয়ে তার পৈত্রিক ভিটার পাশে সাধারণের ব্যবহার্য্য পাটগাতী মৌজার একটি হালট (এসএ ১৭৭৫ বাটা ১৮০৩) এর ১২ শতাংশ জমির শ্রেণী পরিবর্তণ করে মাটিয়াল জমি দেখিয়ে বন্দোবস্ত নেন।

এই কাজে তিনি নিয়ম মানেননি বন্দোবস্তের শর্ত। কারণ পাটগাতী বাজারসহ টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ বিভিন্ন দাগে  অজিত কুমার সাহার আরো ৬ একরেরও বেশি জমিরে মালিকানা রয়েছে। কিন্তু কাগজে কলমে নিজেকে একজন ভূমিহীন দেখিয়ে তিনি উক্ত জায়গা বন্দোবস্ত নেন।

বন্দোবস্ত জমির পাশেই তার আগে চারচালার টিনের একটি ঘর ছিল। সেখানে তিনি বেঙ্গল মেডিকেল হল নামের একটি ঔষধ-ব্যবসা পরিচালনা করতেন। কিন্তু বর্তমানে সেখানে তিনতলা ফাউন্ডেশনের একতলা একটি মার্কেট রয়েছে। তার দু’সন্তান অভিজিৎ সাহা কুড়ি ও সত্যজিৎ সাহা কুড়ি বেঙ্গল মেডিকেল হল নামে একটি ঔষধ-ব্যবসা পরিচালনা প্রতিষ্ঠান রয়েছে।

এলাকাবাসীর অভিযোগের পর সরেজমিন গিয়ে দেখা যায়, বন্দোবস্ত নেয়া ওই জমির উপর নির্মিত পাকা মার্কেটের পিছনে বিস্তর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে ওয়াটার রিজার্ভার।

এই ব্যাপারে অভিজিৎ সাহা কুড়ি সাংবাদিকদেরকে বলেছেন, এখন আমরা দু’ভাই তাদের বাবার রেখে যাওয়া ব্যবসা পরিচালনা করছি। বাবা ওই জমি কিভাবে নিয়েছেন, তা আমরা জানি না। কিন্তু ছোটবেলা থেকেই এই  জায়গা আমাদের বলে জানি আমরা। বিআরএস রেকর্ডেও এ জমি আমার বাবার নামেই রয়েছে।

তিনি আরও বলেন, এলাকাবাসী এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা আমাদের পরিবার সম্পর্কে জানে। আমাদের কোথায় কি আছে সবই তারা জানে। সবাই বলবে এই জায়গা আমাদের। কিন্তু আজ একটি স্বার্থান্বেসী মহল আমাদের পিছনে লেগেছ। আমাদের নামে নানা চক্রান্ত করছে তারা। 

Bootstrap Image Preview