Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাবির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০১ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৩ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন ও ভূগোল বিভাগের শিক্ষার্থীদের মধ্য মটরসাইকেল গায়ে লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৫ জন।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় মোকাররম ভবন এলাকায় এ ঘটনায় ঘটে বলে জানা গেছে। আহতদের মধ্যে আইন বিভাগের ৩য় বর্ষের সরোয়ার কামাল, মুক্তি, শুভ্র, শাহনেওয়াজ সাকিব, মাহফুজ বলে জানা গেছে। এদের মধ্যে সরোয়ার ও মুক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, আইন বিভাগের মুক্তি নামের এক ছাত্র একটি মটরগাড়ি নিয়ে ভুগোল ও পরিবেশ বিভাগের এক ছাত্রের গায়ে ধাক্কা লাগে । এ নিয়ে এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরে আইন বিভাগের ৭জন শিক্ষার্থী মোকাররম ভবন এলাকায় দাঁড়িয়ে গল্প করলে এসময় ভুগোল বিভাগের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে এই পাচঁ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পরে উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যদের সহযোগীতায় পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, মোটরসাইকেল নিয়ে বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রক্টরিয়াল টিম ও পুলিশের চেষ্টায় পরিস্থিতি এখন শান্ত। আহত একজন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে আছে। আমরা একজন শিক্ষকের মাধ্যমে তার প্রাথমিক ট্রিটমেন্ট তদারকি করছি।

Bootstrap Image Preview