Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাখালী টার্মিনাল থেকে বাস চলাচল স্বাভাবিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২০ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে মহাখালী বাস-টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে রেখেছিলেন শ্রমিকরা। পরে মালিক সমিতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আশ্বাসে এই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ জানান, সোমবার রাতে বাসের হর্নো বাজানো কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করেন স্থানীয়রা। এর জেরে অঘোষিত ধর্মঘট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটসহ উত্তরবঙ্গের যাত্রীরা। টার্মিনালের সামনে বাসের জন্য অপেক্ষা করে থাকে অসংখ্য মানুষ। বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

গুলশান বিভাগের এসি (প্যাট্রল) আমজাদ হোসেন জানান, মহাখালী বাস টার্মিনালের উত্তর পাশে মারামারির ঘটনায় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

এদিকে, বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইভা রহমান জানান, সোমবারের ঘটনায় বনানী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গতকাল রাত সাড়ে নয়টার দিকে গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডার এক পর্যায়ে এনা পরিবহনের এক চালককে পিটিয়ে আহত করেন স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও আজ সকাল থেকে তারা হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।   

Bootstrap Image Preview