Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মিনা দিবসে মতলব উত্তরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১১ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১১ AM

bdmorning Image Preview


মতলব উত্তর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মিনা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

গতকাল সোমবার উপজেলা পরিষদ মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে আয়োজিত এক সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন।

ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, সহকারি কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুল, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরশেদুল আলম ভূঁইয়া।

মিনা দিবসে মনজুর আহমদ বলেন, বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধ সম্ভব হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক উন্নয়নের পাশাপাশি বাল্য বিয়ে, পরিবারে অসম খাদ্য বণ্টন, শিশুশ্রম রোধ প্রভৃতি বিষয়ে সচেতন করা ও কার্যকরী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে ‘মিনা’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Bootstrap Image Preview