Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা বৃদ্ধিতে সবুজ উপকুল কর্মসূচি

 রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০১ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৪ AM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপকুল বাংলাদেশের আয়োজনে বারসিকের সহায়তায় শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ সহ অন্যান্য উদ্দেশ্যে নিয়ে পালিত হল সবুজ উপকুল কর্মসূচি ২০১৮।

গতকাল সোমবার এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি সমূহের মধ্যে ছিল উপকুলীয় পরিবেশ  ও জলবায়ু পরিবর্তন বিষয়ে রচনা,সংবাদ লিখন ও ছবি আঁকা প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা প্রকাশ, পরিবেশ পর্যবেক্ষণ, র‌্যালি, বৃক্ষ রোপণ। 

এর আগে বিদ্যালয়ের মূল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‌্যালি শেষে বিদ্যালয়ের হল রুমে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্যের সভাপতিত্বে একআলোচনাসভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপকুলীয় এলাকার পরিবেশ রক্ষার্থে শিশু দের সচেতন হতে হবে। তিনি প্রত্যেককে বৃক্ষরোপণ ও  সবুজ বেষ্টনী গড়ে তোলা সহ সংরক্ষণের জন্য আহ্বান জানান। তিনি সবুজ উপকুল কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারসিক শ্যামনগরের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল,বুড়িগোয়ালিনী ইউপি সদস্য জি এম আব্দুর রউফ,বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল, সাংবাদিক  রনজিৎ বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ রবিউল ইসলাম, ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া সুলতানা প্রমুখ।

আলোচনা শেষে রচনা, সংবাদ লিখন, ছবি আঁকা, দেওয়াল পত্রিকা বেলাভূমি প্রকাশের সহায়তাকারী সহ অন্যান্যদের পুরস্কার প্রদান করা হয়।

Bootstrap Image Preview