Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের জনগণ কোনো পরাশক্তির কাছে মাথানত করবে না: ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৩ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৩ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারতের সঙ্গে সুসম্পর্ক চাওয়াকে পাকিস্তানের দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা উচিত হবে না, কারণ ভালো সম্পর্ক চাওয়ার পেছনে উপমহাদেশের জনগণকে দারিদ্র থেকে মুক্ত করার লক্ষ্য রয়েছে। এ জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা হওয়া দরকার বলে মন্তব্য করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার সরকারি কর্মকর্তাদের এক অনুষ্ঠানে ইমরান খান বলেন, তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে। যখন আমরা বন্ধুত্ব চাই তার অর্থ হচ্ছে- আমরা উপমহাদেশের জনগণকে দারিদ্র থেকে বের করে আনার ইচ্ছা পোষণ করছি। দু’দেশের মধ্যে বাণিজ্যও আবার চালু করতে হবে। এটা নিয়ে কারো ভুল বোঝা উচিত হবে না। একে দুর্বলতা হিসেবেও দেখা ঠিক হবে না।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, পাকিস্তানের জনগণ কখনো কোনো পরাশক্তির চাপের কাছে মাথানত করবে না। যদি তারা হুমকি দেয় তাহলে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে শেষ পর্যন্ত তা মোকাবেলা করবে।

ইমরান খান বলেন, শুধুমাত্র পাকিস্তানের স্বার্থেই পাকিস্তান বন্ধুত্ব চায় না বরং দু’দেশের জন্যই তা চায় এবং ভারতীয় নেতাদের উদ্ধত আচরণের সমাপ্তির মধ্যদিয়ে পরিস্থিতির উন্নতি ঘটবে।

Bootstrap Image Preview