Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ

মাসুদুল হক রুবেল, (হিলি) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৭ PM

bdmorning Image Preview


ভারতীয় রপ্তানিকারদের দ্বন্দের জের ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। তিনদিন যাবত পাথর আমদানি বন্ধ রয়েছে। আর বন্ধ থাকার কারণে টন প্রতি দাম বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা। তবে বন্দর দিয়ে অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।

দেশের পাথর আমদানিকারক ব্যবসায়ী ও ভারতীয় রপ্তানিকারক ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, বাংলাদেশে পাথরের চাহিদা বেড়ে ওঠায় সে দেশ থেকে রপ্তানির ক্ষেত্রে কিছুটা দাম বাড়ানোর বিষয় নিয়ে ভারত হিলি গনেশ ও শিঠু মন্ডল দুই পাথর ব্যবসায়ীর মধ্যে শনিবার সকালের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাৎক্ষনিকভাবে সেদেশ থেকে পাথর রপ্তানি বন্ধ করে দেয় রপ্তানিকারক ব্যবসায়ীরা। আর সেই জের ধরে আজও ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে।

বন্দর দিয়ে আমদানি হওয়া পাথর দেশের পদ্মা সেতু, রুপপুর পামানবিক কেন্দ্রসহ দেশের বিভিন্ন স্থানে চলমান সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহে উন্নয়নমুলক কর্মকান্ড ব্যহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেনটস এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, এ নিয়ে সমাধানের লক্ষ্যে ভারত অভ্যন্তরে সে দেশের পাথর ব্যবসায়ীদের মধ্যে বৈঠক চলছে। সমাধান হলে আগের মতই পাথর আমদানি স্বাভাবিক হবে।

Bootstrap Image Preview