Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রবাসীর বাড়িতে নারী কেয়ারটেকার খুন

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:০০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে আছিয়া খাতুন (৩৫) নামে এক নারী কেয়ারটেকারকে খুন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।

গতকাল রবিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মোগলাবাজার ইউনিয়নের হরগরিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার আবদুল কাদিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে প্রবাসী আবু বক্করের বাড়িতে স্বামী-সন্তান নিয়ে বাড়িটির কেয়ারটেকার হিসেবে সেখানে বসবাস করছিলেন আছিয়া খাতুন। বাড়ির লোকজন সপরিবারে যুক্তরাষ্ট্র থাকেন। ঘটনার রাতে ৪/৫ জন যুবক বাড়িটিতে ঢুকে ঘরের মালামাল তছনছ করে। এ সময় আছিয়া খাতুন তাদের বাধা দিলে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় ওই যুবকরা। পরে রাত সোয়া ১১টার দিকে পুলিশ মুখ বাঁধা অবস্থায় আছিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে।

মোগলাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, রাত ৮টার দিকে কয়েকজন যুবক ঘরে ঢুকে তাকে হত্যা করে চলে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি বলেন, প্রাথমিক সুরতহালে মনে হচ্ছে দুর্বৃত্তরা ওই নারীকে মারধরের পর হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় তদন্ত হচ্ছে, চলছে অনুসন্ধান। অতিদ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview