Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে এসিডির প্রকল্প উন্নয়ন অবহিতকরণ সভা

বাতেন আহমেদ, (গোদাগাড়ী) রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৭ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৭ AM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র প্রকল্প উন্নয়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মিলনায়তন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক।

আমি খেলি, আমি শিখি,আমি নিরাপদ এই স্লোগানের মধ্যদিয়ে পরিচালিন প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিশুদের সুরক্ষা, শিক্ষা ও খেলাধূলার মাধ্যমে তাদের অনিরাপদ স্থানান্তর প্রতিরোধ এবং তাদের অধিকার সমুন্নত রাখা। চলমান এই প্রকল্পের কো- অর্ডিনেটর আব্দুর রাজ্জাক গোদাগাড়ীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা নিয়ে বিভিন্ন কাজের অগ্রগতিসহ শিশুদের বিভিন্ন জরিপ ও শিশুদের নিয়ে কাজের অগ্রগতি  তুলে ধরেন।

পরে আগত উপস্থিত অতিথিদের নিয়ে শিশুদের প্রাপ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত আলোচনা করা হয়। সেই আলোচনা হতে বিভিন্ন পরামর্শ ও কাজের উন্নয়ন আরো কিভাবে করা যায় তার মতামত নেওয়া হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, সহকারি পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মোঃ লুৎফর রহমান, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, গোদাগাড়ী পৌর সভার প্যানেল মেয়র মনিরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাপলা রানি, মনিটরিং এ্যান্ড ডকুমেন্টস অফিসার সরোজ কুমার বিশ্বাস, দেওয়পাড়া জুগিডাং চাইল্ড ক্লাবের সভাপতি সাব্বির হোসেন প্রমুখ।
 

Bootstrap Image Preview