Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনাবাহিনীকে মিয়ানমারের রাজনীতি থেকে সরানো দাবি জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০১ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৬ AM

bdmorning Image Preview


রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য জাতিসংঘের ৪৪৪ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, ‘রাজনীতি থেকে মিয়ানমারের সেনাবাহিনীকে সরানো উচিত। সেই সঙ্গে দেশটির প্রশাসনের ওপর বাহিনীটি যেন আর কোনো ধরনের প্রভাব না রাখে, সেই ব্যবস্থা করা উচিত’

সংবাদ সংস্থার এএফপির প্রতিবেদনে বলা হয়, বৌদ্ধ জাতিগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ দেশটির শাসনকর্তা কার্যত মিয়ানমারের সেনাবাহিনী। পার্লামেন্টে এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর দখলে এবং তিনটি মন্ত্রণালয়ও তাদের নিয়ন্ত্রণে। গত ২০১১ সালে দেশটিতে রাজনৈতিক সংস্কার শুরু হওয়ার পরও তারা দাপট ধরে রেখেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির বেসামরিক নেতৃত্বকে মিয়ানমারের রাজনৈতিক জীবন থেকে সেনাবাহিনীকে ফের অপসারণের চেষ্টা করা উচিত। প্রকৃত নিরাপত্তা হুমকির জন্য সেনাবাহিনীর কার্যপদ্ধতি ‘ধারাবাহিকভাবে এবং স্পষ্টত’ বেঠিক ছিল। সেনা অভিযানে ১০ হাজার মানুষ নিহত হয়েছে এবং সম্ভবত এই তথ্য রক্ষণশীল।

১৮ মাসের পর্যবেক্ষণ, ৮৫০ জনের বেশি মানুষের সাক্ষাৎকার, গণহত্যার বিষয়ে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইয়াংসহ শীর্ষ কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তদন্তের ভিত্তিতে প্রতিবেদনটি করেছে জাতিসংঘ।চলমান নেতৃত্ব পরিবর্তনে সেনাবাহিনীর পুনঃসংস্কার এবং সেই প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলেও মন্তব্য করেন জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০১৭ সালে ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাসী দমনের নামে দেশটির সেনাবাহিনী সহিংস অভিযান শুরু করে। এতে নির্বিচারে রোহিঙ্গাদের হত্যার অভিযোগ ওঠে। এসব হত্যাকাণ্ডের ঘটনাকে ‘জাতিগত নিধন’ হিসেবে অভিহিত করে জাতিসংঘ। সেনাবাহিনী ও বৌদ্ধ ভিক্ষুদের দমন-পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে ঠাঁই নেয়।

Bootstrap Image Preview