Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নওগাঁয় প্রতিবন্ধী নারী ধর্ষণ অভিযোগে গ্রেফতার ১

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৭ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নওগাঁ সদর উপজেলায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে আকরাম হোসেন (৫২) নামে এক নৈশ প্রহরীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।

আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খালিশাকুড়ি গ্রাম থেকে অভিযুক্ত আকরামকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আকরাম নওগাঁ শহর বাইপাস সড়কে অবস্থিত সাফিন ফিলিং স্টেশনে নৈশ প্রহরীর কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন আকরাম হোসেন গোপনে প্রতিবন্ধী ওই নারীর বাড়িতে আসে। ঘটনার একপর্যায়ে ঐ নারীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষন করে। এসময় ধর্ষিতা ঐ নারীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। কিন্তু ততক্ষণে ওই নৈশ প্রহরী পালিয়ে যান।

এরপর ঐ প্রতিবন্ধীর পরিবার নৈশ প্রহরী আকরামের বিরুদ্ধে অভিযোগ তুলে নওগাঁ সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, প্রতিবন্ধীর পরিবার থানায় ধর্ষণ মামলা দায়ের করার পর অভিযুক্ত আকরামকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ প্রমানিত হলে আকরামের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview